Logo
Logo
×

সংবাদ

রাঙ্গামাটিতে দুই ভারতীয় নাগরিকসহ আটক ৬

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:২৫ পিএম

রাঙ্গামাটিতে দুই ভারতীয় নাগরিকসহ আটক ৬

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে অবৈধভাবে নদী পথে বাংলাদেশে প্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই ভারতীয় হলেন- সুরেশ চাকমা (৩৯) ও অরংখান চাকমা (৩০)। তাদের দুজনের বাড়ি ভারতের লুংলে জেলার দিমাগরী থানার ত্রিপুরাঘাটে। তবে তাদের সহায়তাকারী চার বাংলাদেশি নাগরিকের নাম জানা যায়নি।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটির বরকলে তাদেরকে আটক করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি বরকলের ৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস। 

তিনি জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের মিজোরাম রাজ্যের টিপরাঘাট থেকে দুজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশ সীমান্তের ছোট হরিণা দিয়ে অনুপ্রবেশ করে। পরে চারজন বাংলাদেশি নাগরিকের সহযোগিতায় একটি স্পিড বোট ভাড়া করেন তারা। স্পিড বোট ৮০০ টাকায় ভাড়া করে নদী পথে রাঙামাটির দিকে আসছিল।

বিজিবির এই কর্মকর্তা জানান, পথে বরকল উপজেলায় প্রবেশ করলে তাদের দেখতে পায় বিজিবির সদস্যরা। পরে স্পিড বোট থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু তারা না থেমে পালানের চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাদেরকে আটক করেন বিজিবির সদস্যরা। এসময় স্পিডবোট থেকে দুইজন ভারতীয় নাগরিক ও তাদের সহযোগী চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককালে দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে ২ লাখ ৫৭ হাজার টাকা পাওয়া যায়। তবে তাদের আটকের সময় পাসপোর্ট ও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিজিবি তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় চিকিৎসার জন্য বাংলাদেশে এসেছে। কিন্তু সেই সংক্রান্ত কোনো ডকুমেন্টসও তারা দেখাতে পারেনি। ফলে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়। এখন তাদেরকে বরকল থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন