Logo
Logo
×

সংবাদ

কুইক রেন্টালের অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

কুইক রেন্টালের অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানি উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল চুক্তির বিষয়ে আদালতের রায় এলেও সহজে চুক্তি থেকে বের হওয়া যাবে না।

তিনি বলেন, এ বিষয়ে গঠিত কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এই উপদেষ্টা বলেন, গ্যাস সংকট নিরসনে আগামী দুই বছরের মধ্যে নতুন করে ১০০টি গ্যাসকূপ খনন করা হবে। পাশাপাশি সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগামী ডিসেম্বরে দরপত্র আহ্বান করা হবে।

দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুরঘাট সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু ও নতুন করে ইস্টার্ন রিফাইনারির ইউনিট-২ নির্মাণের ঘোষণা দেন উপদেষ্টা।

সভায় বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ, সড়ক পরিবহন, রেলওয়ে এবং অপরিকল্পিতভাবে গড়ে ওঠা টানেলসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয় নিয়ে উপদেষ্টাকে জানান।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামি চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) নাজমুল ইসলাম, ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত প্রমুখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন