নতুন সভ্যতার জন্য 'বুদ্ধিবৃত্তিক, অর্থনৈতিক, যুব শক্তিকে' একত্রিত করার আহ্বান ইউনূসের
ইউএনবি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম
একটি নতুন সভ্যতা, একটি আত্মসংরক্ষিত এবং আত্ম-শক্তিশালী সভ্যতার ভিত্তি স্থাপনে বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও যুব শক্তিকে একত্রিত করার গুরুত্ব তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে। আমরা আত্ম-ধ্বংসাত্মক মূল্যবোধের লালন অব্যাহত রাখায় আমাদের সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।’
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দুই দিনের ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটে (ডাব্লুএলসিএএস) অংশ নিতে রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (কপ২৯) পক্ষগুলোর ২৯তম সম্মেলন ১১ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ভিন্ন দৃষ্টিকোণে 'জলবায়ু বিপর্যয়কে' উপস্থাপন করে অধ্যাপক ইউনূস বলেন, পরিবেশের নিরাপত্তার জন্য নতুন জীবনধারা প্রয়োজন। যা চাপিয়ে দেওয়া হবে না, তবে এটি একটি পছন্দ হবে। তরুণরা এই জীবনধারাকে পছন্দ করে। প্রতিটি তরুণ তিন শূন্য ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে- শূন্য নীট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদের কেন্দ্রীকরণ, শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে এবং নিজেদেরকে উদ্যোক্তায় পরিণত করে শূন্য বেকারত্ব।’
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বলেন, প্রতিটি মানুষ ‘থ্রি জিরো’ ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে এবং তিনি সারা জীবন এই নীতিতেই থাকবেন এবং এটি নতুন সভ্যতা গড়ে তুলবে। এটা করা যেতে পারে। আমাদের যা করতে হবে তা হলো গ্রহ এবং এতে বসবাসকারী সকলের সুরক্ষায় সামঞ্জস্যপূর্ণ একটি নতুন জীবনধারা গ্রহণ করা। বাকিটা আজকের প্রজন্মই করবে। তারা তাদের গ্রহকে ভালোবাসে।’
তিন শূন্যের নতুন পৃথিবী গড়ার দীর্ঘদিনের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, 'আমরা যদি একসঙ্গে স্বপ্ন দেখি, তাহলে তা হবেই।’
এই দৃষ্টিভঙ্গি তাদের জলবায়ু ধ্বংস রোধ করা থেকে শুরু করে আরও ধ্বংসযজ্ঞ বন্ধ করার দিকে নিয়ে যাবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এই গ্রহের মানব বাসিন্দারাই পৃথিবী ধ্বংসের জন্য দায়ী।
তিনি বলেন, ‘আমরা এটা ইচ্ছাকৃতভাবে করছি। আমরা এমন একটি জীবনধারা বেছে নিয়েছি যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে। আমরা এটিকে একটি অর্থনৈতিক কাঠামোর সঙ্গে ন্যায্যতা দিচ্ছি, যা গ্রহের সিস্টেমের মতো প্রাকৃতিক হিসাবে বিবেচিত হয়।’