আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন
ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে আবেদন (রিট) করা হয়েছে হাইকোর্টে।
আজ বুধবার (১৩ নভেম্বর) ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এই আবেদন করেন।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদনের শুনানি হবে।
এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে এই চুক্তিকে অন্যায্য ও একতরফা দাবি করা হয়। নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিন তিন সময় বেঁধে দেওয়া হয়। সেই সময় পেরিয়ে যাওয়ায় আদালতে আবেদন করা হলো।
শুনানি শেষে আদালত যে রায় দেবেন সেই মোতাবেক সরকারকে ব্যবস্থা নিতে হবে।
আদানির সঙ্গে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ২৫ বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশের বিপক্ষে গেছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।
এই চুক্তি অনুযায়ী আদানি ভারতের ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য।