Logo
Logo
×

সংবাদ

নতুন উপদেষ্টাদের দপ্তর বণ্টন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

নতুন উপদেষ্টাদের দপ্তর বণ্টন

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।  

আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। মাহফুজ আলমকে এখনও কোনো দপ্তর দেওয়া হয়নি।

নতুন করে তিনজন শপথ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হলো ২৪ জন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন