Logo
Logo
×

সংবাদ

বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ, গাজীপুরে ২০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ, গাজীপুরে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টানা ২৪ ঘণ্টা ধরে অবরো করে রেখেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কটির গাজীপুর অংশে প্রায় ২০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

শনিবার সকালে শুরু হওয়া অবরোধ দিন পেরিয়ে রাতভর চলে। আজ রবিবার (১০ নভেম্বর) এখনও সেই অবরোধ চলছে।

গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় এই অবরোধ কর্মসূচি চালাচ্ছেন টিএনজেড অ্যাপারেলস নামে একটি কারখানার শ্রমিকরা। 

সড়কে নির্ঘুম রাত কাটানো শ্রমিকরা বলছেন, কারখানাটি এপ্রিল থেকে বন্ধ ছিল। তখন তারা বেকার ছিলেন। সেপ্টেম্বরে চালু হলেও এখন পর্যন্ত কোনো বেতন দেয়নি। অর্থাৎ দুই মাসের বেতন বকেয়া রয়েছে। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পুলিশ ও প্রশাসন বকেয়া বেতন পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেও তা হয়নি।

এদিকে সড়ক অবরোধ করায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। হাজার হাজার যাত্রী হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

কিন্তু শ্রমিকরা বলছেন, তারনা মানুষের কষ্টের কথা বুঝতে পারছেন। কিন্তু তাদের কিছুই করার নেই। আমাদের কষ্টের কথাও সবাইকে বুঝতে হবে। তারা শখ করে রাস্তায় রাত জেগে বসে থাকেননি বলে জানান। বকেয়া বেতন পেলেই তারা অবরোধ তুলে নেবেন। না হলে অবরোধ চলবে বলে তারা জানান।

পুলিশ মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা। গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার  নাজির আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় তারা ১০ থেকে ১২ বার শ্রমিকদের সাথে আলোচনা করেছেন। মালিক পক্ষের সাথে আলোচনা করে দ্রুত তাদের বকেয়া আদায়ের ব্যবস্থা করা হবে।

এর আগে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাস দিলেও বেতন মেলেনি বলে শ্রমিকদের অভিযোগ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন