ছাত্র-জনতার দখলে জিরো পয়েন্ট, পুলিশও সতর্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ডাককে কেন্দ্র করে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। কার্যত তাদের দখলে জিরো পয়েন্টের নূর হোসেন চত্বর। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি)।
আজ রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে তাদের অবস্থান নিতে দেখা গেছে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। এরপর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি আওয়ামী লীগ। ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আজ দুপুর ৩টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় দলটি।
এদিকে, আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
অন্যদিকে, আজ সকাল ৮টার দিকে নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেন।
এদিকে, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। শুধু জিরো পয়েন্টই নয়, ঢাকার বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ করা গেছে।