গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পেট্রোল পাম্প এলাকায় শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতে তারা হতাহত হন।
নিহতরা হলেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্দিপাড়া গ্রামের মো. সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন, একই গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলী ছেলে মোহাম্মদ জুয়েল মিয়া ও মধুপুর উপজেলার চাকন্দবির এলাকার মোহাম্মদ সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন।
কালিয়াকৈর থানার এসআই শহিদুল ইসলাম জানান, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। পথে তাদের প্রাইভেট কার ইউ টার্ন নিলে ঢাকাগামী আল বারাকা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসির, হাসপাতালে নেওয়ার পর নাসির ও জুয়েল মারা যান।
আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এসআই।
পুলিশ প্রাইভেট কার ও বাস আটক করেছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।