ঢাকার প্রবেশ মুখে পুলিশের অবস্থান। ছবি: সংগৃহীত
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশমুখ সাভারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ঢাকাগামী লেনে ব্যারিকেড বসানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গণপরিবহন, মাইক্রোবাস ও প্রাইভেটকার থামিয়ে তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ছাড়া ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেলের প্রতিও পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ সংবাদমাধ্যমকে জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও দুষ্কৃতকারীদের রাজধানীতে প্রবেশ রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। এরপর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি আওয়ামী লীগ। ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আজ দুপুর ৩টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় দলটি।
এদিকে, আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।