Logo
Logo
×

সংবাদ

ভারত থেকে ভ্রমণে আসা যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:১৯ পিএম

ভারত থেকে ভ্রমণে আসা যুবকের মৃত্যু

ভারত থেকে ভ্রমণে আসা এক যুবকের মৃত্যু হয়েছে।

ঢাকার মিরপুরের আবাসিক হোটেলে থেকে আকবর আলী মন্ডল ( ৩৮) নামে এই ব্যক্তিকে আজ শনিববার (৯ নভেম্বর) ভোর ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু ফারজু মন্ডল জানান, তারা ভারতের আদিবাসী। গত ৮ নভেম্বর তারা ৬ বন্ধু ভারত থেকে বাংলাদেশে ভ্রমণে আসেন। মিরপুর ১০ নং সেক্টরে রোজ হ্যাপেন আবাসিক হোটেলে অবস্থান নেন তারা। মধ্যেরাতে আকবর আলী মন্ডল হঠাৎ চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে সাথে সাথে বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার  কাটা কোপরা গ্রামে। মৃত আকবর আলী মন্ডলের পিতা আমির উদ্দিন মন্ডল।

মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক ) মোহাম্মদ ফারুক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন