উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পতিত আওয়ামী লীগ সরকার গত বছর বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে তার বদলে সাইবার নিরাপত্তা আইন করেছিল। এই আইন নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা হয়। অন্তর্বর্তী সরকার এই আইনটি বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিল।