Logo
Logo
×

সংবাদ

হঠাৎ মুশফিকুল আনসারির স্ট্যাটাস, ‘গাছের বেল পাকলে তাতে কাকের কি?’

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

হঠাৎ মুশফিকুল আনসারির স্ট্যাটাস, ‘গাছের বেল পাকলে তাতে কাকের কি?’

মুশফিকুল ফজল আনসারি। ছবি: সংগৃহীত

সদ্যই রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। বিগত শেখ হাসিনা সরকারের আমলে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করে পরিচিতি লাভ করেন তিনি। 

আজ বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘গাছের বেল পাকলে তাতে কাকের কি?’

এদিকে, ঠিক কোন কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন তা পরিষ্কার করেননি তিনি। তবে কমেন্ট সেকশনে অনেকে তার এই স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হওয়াকে ইঙ্গিত করছেন। কারণ সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাম্পের জয়ে নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। ‍

আওয়ামী লীগের অনেকের মত, আমেরিকার ডেমোক্র্যাটদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো থাকলেও রিপাবলিকানদের সঙ্গে তেমন ভালো সম্পর্ক নেই। যদিও নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে ট্রাম্পকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানিয়েছেন। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাম্প জেতায় আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। 

এদিকে, মুশফিকুল ফজল আনসারির স্ট্যাটাসের নিচেও অনেকে ট্রাম্পের বিজয়কে ইঙ্গিত করেছেন এবং মুশফিকের স্ট্যাটাসের সঙ্গে সহমত প্রকাশ করছেন। তবে এই স্ট্যাটাসের ব্যাপারে সদ্য নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতের সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত ৫ আগস্টে সরকার পতনের পর মুশফিক প্রায় ৯ বছর পর দেশেও আসেন। এরপর তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। 

২০১৫ সালের জানুয়ারিতে মুশফিক দেশ ছেড়ে চলে যান। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক ইত্তেফাকের কূটনীতিক প্রতিবেদক ছিলেন তিনি। এছাড়াও বার্তা সংস্থা ইউএনবিসহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আউটলেটে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।  

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন