ফের নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:২৪ পিএম
ফের বাংলাদেশের ২০ জন জেলেসহ ১৫টি বোট ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আটক জেলেদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। আজ মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আদনান চৌধুরী জানান, বিকেলে নাফ নদীর মোহনা সংলগ্ন নাইখ্যংদিয়া পয়েন্ট হতে দুটি ইঞ্জিন চালিত ও ১৩টি ইঞ্জিন বিহীন কাঠের বোটসহ মোট ১৫টি বোট এবং বোটে থাকা ২০ জন জেলেকে আটক করে নিয়ে যায় স্বশস্ত্র আরাকান আর্মির একটি দল। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে নৌকাগুলোসহ জেলেদের নাফ নদীর মোহনা সংলগ্ন ফাতুনিয়া (Pa Nyaung) খালে অভ্যন্তরে রাখা হয়েছে।
ইউএনও আরও জানান, স্থানীয় সূত্রে জানা গেছে, নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকার মিয়ানমার অংশে ভেঙ্গিজাল বসিয়ে ছিল জেলেরা। তাদের উদ্ধারের বিষয়ে বিজিবি কাজ শুরু করেছে।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, মাছ ধরার ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।
এর আগে গত ৬ অক্টোবর সকালে টেকনাফের শাহপরী দ্বীপ জেটিঘাট থেকে ৬টি মাছ ধরার ট্রলারসহ ৫৮ জেলে গভীর সাগরে মাছ ধরতে যায়। তাদের ৯ অক্টোবর অপহরণ করে সে দেশের নৌবাহিনী। তখন মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে বাংলাদেশি একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতে তিন জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় একজন ঘটনাস্থলে মারা যান। পরে জেলেদের ফেরত দেওয়া হয়। কিন্তু তখন এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছিল।
এছাড়া বিজিবি গত ১৫ অক্টোবর মিয়ানমারের রাখাইনে অনুপ্রবেশ করা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা বাংলাদেশি ১৬ জেলেকে ফেরত আনে।