Logo
Logo
×

সংবাদ

১৬০০ অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

১৬০০ অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে

পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশন গঠনে করেছে। এই কমিশনে এখন পর্যন্ত এক হাজার ৬০০টির বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মইনুল ইসলাম চৌধুরী বলেন, গত ৩১ অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এই সময়ের মধ্যে এক হাজার ৬০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। ইতোমধ্যে ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে ৪০০ অভিযোগ খতিয়ে দেখা হয়েছে।

কমিশনের সভাপতি বলেন, গুম হওয়া ২০০ এর বেশি মানুষকে এখনো খোঁজ করা সম্ভব হয়নি। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন