ভারতের মাওলানা সাদকে ইজতেমায় আনার চেষ্টা করা হলে প্রতিহতের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
ভারতের মাওলানা সাদকে আসন্ন ইজতেমায় বাংলাদেশে আনার চেষ্টা করা হলে তাকে ঠেকানো হবে বলে ঘোষণা দিয়েছেন জুবায়েরপন্থী তাবলিগ জামাতের নেতা ও কওমিপন্থী আলেম-উলামারা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমী মাদ্রাসা, তাবলিগ ও দ্বীন রক্ষার লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশের ব্যানারে আয়োজিত মহাসমাবেশে এ ঘোষণা দেন তারা।
আলেম-উলামারা অভিযোগ করে বলেন, সাদপন্থিরা হচ্ছে আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ চলে গেলেও তারা এখন বর্তমান সরকারের উপদেষ্টাদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ইসলামকে বিভক্ত করার চেষ্টা করছে। যদি মাওলানা সাদকে দেশে এনে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে এই দেশের ধর্মপ্রাণ মুসলমান মানুষ সেটা মেনে নেবে না।
মাওলানা নুরুল ইসলাম অলীপুরী বলেন, সাদ তাবলিগের স্বঘোষিত আমির। কোরআন হাদিস, আলেম-উলামা, আল্লাহর অলি, নবী ও স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কুফরি বক্তব্য দিতে থাকে। তাই সারা বিশ্বে তাবলিগের মূলধারা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সাদের অনুসারীরা হচ্ছে কাদিয়ানী গ্রুপ। তারা ইসলামের মূলধারায় বিভক্তি সৃষ্টি করছে। তাবলিগের নামে কাদিয়ানীদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব।
এর আগে সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ফজরের নামাজের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে শুরু করেন প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারী তাবলিগের সাথী, আলেম-ওলামারা। উদ্যানের বাইরেও চারপাশে ছড়িয়ে পড়েন তারা।