Logo
Logo
×

সংবাদ

ইসরায়েলি বিমান হামলা

লেবাননে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

লেবাননে বাংলাদেশি নিহত

ছবি সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের বাংলাদেশের দূতাবাস। 

নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে। তিনি রাজধানী বৈরুতে একটি কফি শপে কাজ করতেন।

স্থানীয় সময় শনিবার বিকেলে নিজাম উদ্দিন বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলার শিকার হন।

নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, ১২ বছর আগে নিজাম লেবাননে যান। তার বড় ভাই চেয়ারম্যানকে এই খবর দিয়েছেন। তার লাশ সেখানে হিমঘরে রাখা আছে। বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন