শিল্পকলায় বিক্ষোভের মুখে মাঝপথে নাটক বন্ধে বাধ্য হলেন ডিজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০১:২৯ এএম
নাটকের দলনেতার ‘সরকারবিরোধী’ মন্তব্যের জেরে বিক্ষোভকারীদের দাবির মুখে শিল্পকলা একাডেমিতে নাটকের শো চলার মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হয়েছেন নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। শনিবার রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শনিবার সন্ধ্যা ৭টা থেকে মাসুম রেজার লেখা ও পরিচালনায় ‘নিত্যপুরাণ’ নাটকটি ‘দেশ নাটক’ মঞ্চস্থ করছিল। এ সময় বিক্ষোভকারীরা শিল্পকলা একাডেমির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে নাটকটির মঞ্চায়ন বন্ধ করা হয় বলে জানিয়েছেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সন্ধ্যায় ‘দেশ নাটক’ প্রযোজিত 'নিত্যপুরাণ' নাটকের পূর্বনিধারিত প্রদর্শনী ছিল। বিকেল থেকে টিকেট বিক্রিও শুরু হয়। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে একদল লোক শিল্পকলার গেটের সামনে দেশ নাটকের এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ শুরু করেন।
তারা আরও জানান, পরে একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করলে যথারীতি নাটকের প্রদর্শনী শুরু হয়। কিন্তু পরে বিক্ষোভকারীরা আরও সংগঠিত হয়ে নাট্যশালার গেইটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মহাপরিচালক ‘দেশ নাটকের’ সদস্যদের সঙ্গে কথা বলে প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নেন।
তবে কারা বিক্ষোভ করেছেন সেটি জানাতে পারেননি একাডেমি সংশ্লিষ্ট কেউ। রবিবার সকালে একাডেমির মহাপরিচালক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে পরে রাতে একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে।