Logo
Logo
×

সংবাদ

ট্রাম্পের টুইট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

লবিস্ট নিয়োগ দিয়ে হয়তো পোস্ট করানো হয়েছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম

লবিস্ট নিয়োগ দিয়ে হয়তো পোস্ট করানো হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক্সে যে পোস্ট দিয়েছেন সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। বর্তমান বাস্তবতায় আমেরিকা বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ তা নিয়েও প্রশ্ন উঠছে। দেশটিতে যে প্রেসিডেন্ট আসুক তাতে পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন হয় না। তবে লবিস্ট নিয়োগ করে কিছুটা প্রভাব বিস্তার করানো যায়।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, মানুষ যদি একসঙ্গে দাঁড়ায় বা গণঅভ্যুত্থান করে তাহলে কোনো শক্তিই কিছু করতে পারে না। বর্তমান বাস্তবতায় আমেরিকা বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ সে প্রশ্নও উঠছে। আর ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন