সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন।
আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সংবর্ধনার দেন তিনি।
সার্কভুকাত দেশ নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জয় ক বৃহস্পতিবার দেশে ফেরে বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশের নারী ফুটবলাররা টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট পেয়েছে।
বুধবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। তারা ২০২২ সালেও রপালকে হারিয়েছিল। এবার নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখেছেন বাংলাদেশের মেয়েরা। নেপালে জালে বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
গতবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলকে ঢাকায় ফেরার পর দেওয়া হয়েছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা। আগে থেকে ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে রাখা হয়েছিল।
সাবিনারা এই বাসে করেই বাফুফেতে যান সেদিন। সেখানে তাদের সঙ্গে দেখা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।