Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশের সমালোচনায় মুখর ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৩ এএম

বাংলাদেশের সমালোচনায় মুখর ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশে দলবদ্ধভাবে হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে এবং লুটপাট চালানো হচ্ছে। তার কথায়, বাংলাদেশ এখন পুরোপুরিভাবে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই মন্তব্য পোস্ট করেন ট্রাম্প। তবে মন্তব্যটি তার নির্বাচনী প্রচারণার অংশ হতে পারে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি কমলা হ্যারিসের বিপরীতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন। ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘আমি বাংলাদেশের হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’ তার দাবি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকলে বাংলাদেশে সংখ্যালঘুদের এমন নির্যাতন হতে পারত না।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কমালা হ্যারিস ও জো বাইডেন হিন্দুসহ পুরো বিশ্বকে উপেক্ষা করেছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, আমাদের দক্ষিণ সীমান্তসহ সব জায়গায় তাদের অবস্থা খারাপ।’

ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবেন এবং সেই শক্তির মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি ফিরিয়ে আনবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন