ডায়না নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন। তারা রাজধানীর মিরপুর কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুনও দিয়েছেন। এ ঘটনায় অন্তত দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্রমিকদের এই আন্দোলনে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই রাস্তায় ছিল। পরে সেনাবাহিনী যোগ দেয়। তারা স্পটে রয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের একটি লেগুনায় আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়েছে।
এলাকাবাসী জানান, পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মধ্যে সংঘাত প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা হয়। তারপর যান চলাচল স্বাভাবিক হয়।