আবার সায়েন্সল্যাব মোড় অবরোধ করলেন সাত কলেজের শিক্ষার্থীরা
সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দাবিতে আবার সায়েন্সল্যাব মোড়ের সব সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
তারা অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে রাস্তায় নামেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গতকালও দুপুরের দিকে তারা এসব সড়ক অবরোধ করেন। এতে সারা দিন যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিটি গঠন , ২. সংস্কার কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন, ৩. সংস্কার কমিটিকে বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে, যাতে সেশন জট না হয়।
সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।