গরু চোর সন্দেহে নড়াইল সদর উপজেলায় তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) প্রথম প্রহরে সদর উপজেলার তুলারামপুর এলাকায় তাদের হত্যা করা হয়।
সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ বলছে, রাতে তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেয় চার চোর। সাড়া পেয়ে চোর বলে চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে যায়। চার চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধাওয়া দিয়ে ধরে তিনজনকে পিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আরেকজন পালিয়ে গেছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একের পর এক গরু চুরি ঘটনা ঘটেছে।
ওসি সাজেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।