Logo
Logo
×

সংবাদ

গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশ প্রধান উপদেষ্টার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৫:০৩ পিএম

গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশ দিয়েছেন। আজ সোমবার (২৮ আগস্ট) দুপুরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের জন্য জাদুঘর তৈরির লক্ষ্যে গণভবনে পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, এই গণভবনে ১৫ বছর বসবাস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। ৫ আগস্টে পতনের মাধ্যমে এই ভবন এখন তার সকল স্বৈশাসনের প্রতীকে রূপান্তরিত হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহযোগী মাহফুজ আলম।

ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ২০০৯ সাল থেকে শুরু হওয়া হাসিনা শাসনের অপকর্মগুলো জাদুঘরে যত্ন সহকারে সংরক্ষণ করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন