বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামের সঙ্গে আজ শনিবার বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও বাড়িতে স্বজনদের সঙ্গে বৈঠক করেছেন। পরে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন সারজিস। সেখানে অডিটোরিয়ামে শহীদ, আহতদের পরিবার এবং সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এদিকে নগরীর সেন্ট্রাল রোডে দুপুর ১২টার দিকে সারজিসের আগমনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে করেছে জাতীয় পার্টি। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জাতীয় পার্টির প্রতিবাদ সমাবেশে দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় পার্টি ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম ধাপের সংলাপে জাতীয় পার্টি আমন্ত্রণ পেয়ে সংস্কার কার্যক্রমের বিষয়ে মতামত দিয়েছ। কিন্তু হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের কথায় পরবর্তী সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হয়নি, এটা হতাশাজনক। দুই-একজন ছাত্রের কথায় সরকার কেন এমন সিদ্ধান্ত নেবে, এটা আমাদের প্রশ্ন?
মোস্তফা বলেন, ‘সমন্বয়ক সারজিসের একা রংপুরে আসার সক্ষমতা নাই। এ কারণে পুলিশের আইজিপির সঙ্গে এসেছেন। এটা কাপুরুষের পরিচয়। আমরা যেখানেই সারজিস ও হাসনাতকে পাব সেখানেই প্রতিহত করব।’