Logo
Logo
×

সংবাদ

বিপ্লব ফুরিয়ে যায়নি, সাগর-রুনি হত্যার বিচার হবে: হাসান আরিফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:০০ পিএম

বিপ্লব ফুরিয়ে যায়নি, সাগর-রুনি হত্যার বিচার হবে: হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অনেকে মনে করেন গণ-অভ্যুত্থানের বিপ্লব ফুরিয়ে গেলো নাতো। আমি বলতে চাই, বিপ্লব এখনো ফুরিয়ে যায়নি। মানুষ সংস্কার চায়, সেগুলো চলতে থাকবে। পাশাপাশি সাংবাদিক সাগর রুনি হত্যার বিচারও আমরা দেখবো। কেননা আলোচিত এই হত্যা মামলার তদন্ত যে কারণে বাধাগ্রস্ত হয়েছে, সেই বাঁধা এখন আর নেই। শুধু সাগর রুনি নয়, গত ১৬ বছরে অপরাধে জড়ানো সবারই বিচার হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় তোপখানায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবন অডিটরিয়ামে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান ও ক্র্যাব নাইট-২০২৪' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথি তিনি বলেন, গত ২৩ জুলাই আপনাদের এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল বলে শুনলাম। কিন্তু আজকে যে কথা বলতে পারবেন, ২৩ জুলাই বলতে পারতেন না। কারণ টেলিভিশন পর্দায় ও আপনাদের মুখে এক অদৃশ্য কসটেপ দেওয়া থাকতো। এখন আর সেই কসটেপ নেই। যা মন চায় আপনারা বলতে পারেন। 

তিনি আরও বলেন,  এবারের গণ-অভ্যুত্থানের বিশেষত হচ্ছে, গ্রামেও গণজোয়ার এসেছে। এর ফলস্বরূপ ইউনিয়ন পর্যায়ের মেম্বাররাও পলাতক। কারণ তাদের নির্যাতনের কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ ছিল। এই মানুষদের সামনে দাঁড়ানোর সাহস তাদের নেই। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ১৬ বছরের নির্যাতন অত্যাচারের পর যখন দরজা খুলে যায়, গণজোয়ার আসে তখন অনেক দুর্ঘটনা ঘটে। তবে সেরকম কিছু ঘটেনি, আল্লাহর রহমত।

তিনি বলেন, ক্রাইম রিপোর্টিং গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই বিটের কাজের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে সম্পর্ক সেটি অপরিহার্য। ক্রাইম রিপোর্টিং সহজ বিষয় নয়। বিদেশিরাও বিনিয়োগের আগে আইনশৃঙ্খলার কথা শোনে। সুতরাং এটি কীভাবে কমিয়ে আনা যায় সেটিকে জোর দিতে হবে। ক্রাইম রেট জিরো করতে হবে। বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সে বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। 

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) কমিশনার মাইনুল হাসান, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস, আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমই-এর শওকত আজিজ রাসেল,  ক্র্যাবের সাবেক সভাপতি ও এনটিভি'র হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন প্রমুখ। ক্র্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দেওয়ানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এর আগে কেক কেটে ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অতিথিদের বক্তব্য শেষে ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ বিজয়ী ৩ সাংবাদিককে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। তিনটি পৃথক ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাজমুল সাঈদ ও ঢাকা পোস্টের জসীম উদ্দীন। অ্যাওয়ার্ড প্রদান শেষে ক্র্যাবের গত বছরের (২০২৩) কমিটিকে বিশেষ ক্রেস্টের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে ক্র্যাব নাইটের সমাপ্তি ঘোষণা করা হয়। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন