Logo
Logo
×

সংবাদ

ঢাবিতে লিফট থেকে পড়ে একজনের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৫:১১ পিএম

ঢাবিতে লিফট থেকে পড়ে একজনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকারম ভবনের লিফট থেকে পড়ে আব্দুল্লাহ সাগর (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মোকারম ভবনে ঘটনাটি ঘটে। 

আব্দুল্লাহ সাগর ঢাবির চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসাব পরিচালক ছিলেন। তর গ্রামের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার কলেমশ্বরে। তিনি স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে গাজীপুরে থাকতেন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অফিস করতেন।

চারুকলা বিভাগের সহকারী রেজিস্টার মো. আলম ফারুক জানান, আব্দুল্লাহ সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডীন অফিসের চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসাব পরিচালক ছিলেন। আজ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল। শিক্ষার্থীদের সিট পড়েছিল মোকারম ভবনে। সকালে আব্দুল্লাহ পরীক্ষা নিয়ন্ত্রকদের জন্য বরাদ্দ টাকা নিয়ে ভবনের উপড়ে উঠছিলেন।

তিনি আরও জানান, ওই ভবনের লিফট ছিল অনেক পুরাতন। হাত দিয়ে টেনে খুলতে হতো। তিনি সাততলায় লিফটের দরজা হাত দিয়ে খুলে উঠতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন। দেখতে পেয়ে অন্য স্টাফরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন