ঘূর্ণিঝড় দানা আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ভারতে ঢুকেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঢুকতে শুরু করে। সারা রাত ধরে সেই প্রক্রিয়া চলে।
শুক্রবার ভোরে স্থলভাগ অতিক্রম করেছে দানার লেজ বা শেষ অংশ। স্থলভাবে প্রবেশের পর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার।
সকালে পুরোপুরি স্থলভাগে প্রবেশের পর গতি কিছুটা কমেছে। বর্তমানে উপকূল এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শক্তি হারানোর পর এখন এটি ‘সাধারণ’ ঘূর্ণিঝড়। বিকেলের মধ্যে আরও কিছুটা শক্তি কমবে। সূত্র: আনন্দবাজার