Logo
Logo
×

সংবাদ

ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি দেশে তৈরি হয়নি: রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:১৮ এএম

ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি দেশে তৈরি হয়নি: রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই যাতে কোনো বিদেশি রাষ্ট্র বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, অন্য কোনো বিদেশি রাষ্ট্র এধরনের বিধিনিষেধমূলক ব্যবস্থা নেয়নি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি আছে যেখানে কোনো বিদেশি রাষ্ট্র বাংলাদেশিদের জন্য তাদের ভিসা দেওয়া আটকাবে, কোনো দেশ তা করেনি।’

তিনি বলেন, বাংলাদেশ সরকার অবশ্যই ভারতের সঙ্গে ভালো ও দৃঢ় সম্পর্ক চায়, তবে যেকোনো সম্পর্কের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে উভয় পক্ষ একে অপরের কথা শোনে এবং একে অপরকে 'বোঝে'।

উপদেষ্টা বলেন, প্রকৃত সত্য হলো বাংলাদেশের জনগণ ভারতে ভিসা সংক্রান্ত সীমিত নীতি অনুসরণ করায় ভারতের প্রতি 'অসন্তুষ্ট' এবং এটি অবশ্যই ভারত সরকার শুনেছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত স্পষ্টভাবে যা বলে আসছে তা তিনি উল্লেখ করেন। তিনি বলেন, 'আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি আছে যেখানে অন্য কোনো দেশ বাংলাদেশিদের জন্য তাদের ভিসা আটকাতে পারবে, কারণ অন্য কোনো দেশ তা করেনি।’

তবে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন শুধু জরুরি চিকিৎসা ভিসা দিচ্ছে।

রিজওয়ানা বলেন, বাংলাদেশ সরকারের জন্যও এটা লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ যে, যারা শিক্ষার্থী ও জনগণের ওপর নৃশংসতা চালিয়েছে তাদের অনেকেই ভারতে রয়েছেন বলে জানা গেছে। ‘তারা ভারতে আশ্রয় নিয়েছে।’

ভারত পুনর্বিবেচনা বা পুনরায় ভাবতে পারেন উল্লেখ করে তিনি বলেন,‘সম্ভবত,পরিস্থিতি বদল বলতে ভারত হয়তো এটাই বোঝাতে চাইছে। আমরা জানি না। কারণ অন্য কোনো দেশ- সেটা যুক্তরাষ্ট্র, জাপান বা ইউরোপীয় ইউনিয়ন যেই হোক না কেন- বাংলাদেশের জন্য ভিসা নীতিতে বিধিনিষেধ আরোপ করেনি।’

সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকার তাদের দাবি শুনেছে এবং দুর্গাপূজায় দুই দিনের ছুটি ঘোষণা করেছে।

রিজওয়ানা বলেন, 'আমরা সুস্পষ্টভাবে বলেছি, বিভিন্ন বিষয়ে সংলাপ ও আলোচনার জন্য আমাদের দরজা সব সময় খোলা।’

তিনি বলেন, তারা যদি রাজপথে আন্দোলনের পথ বেছে নেয় তবে এটি ইঙ্গিত দেয় যে এখনও আরও সংলাপ এবং আলোচনার প্রয়োজন রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে যেকোনো কিছুর সুরাহা করা সম্ভব।

রিজওয়ানা বলেন, তিনি মনে করেন না যে রাস্তায় বিক্ষোভের প্রয়োজন আছে এবং যদি কোনো সমাধান আসতে হয় তবে তা বাংলাদেশ সরকারের কাছ থেকে আসতে হবে এবং অন্য কোনো সরকার এটি করতে সক্ষম হবে না। 'আমাদের দরজা সব সময় খোলা'

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন