Logo
Logo
×

সংবাদ

ভারতের দ্য প্রিন্ট জানাল ২ মাস ধরে কোথায় থাকছেন হাসিনা

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম

ভারতের দ্য প্রিন্ট জানাল ২ মাস ধরে কোথায় থাকছেন হাসিনা

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লির লোধি গার্ডেনের লুটেনস বাংলো জোনে একটি সুরক্ষিত বাড়িতে আছেন। তাঁর থাকার জন্য ভারত সরকারই বাড়িটির ব্যবস্থা করে দিয়েছে। আজ বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এই দাবি করা হয়। 

দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার মর্যাদা অনুসারে ভারতের মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের যেমন বাড়ি বরাদ্দ দেওয়া তাঁকে থাকার জন্য তেসন বেশ বড়সড় বাংলো দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে যথার্থ প্রটোকল সঙ্গে নিয়ে শেখ হাসিনা মাঝেমধ্যে লোধি গার্ডেনে হাঁটতে বের হন। তিনি এই বাড়িতে দুই মাসের বেশি সময় ধরে বসবাস করছেন। তবে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে তারা বাংলোর প্রকৃত ঠিকানা বা সড়ক নম্বর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, কঠোর নিরাপত্তা-ব্যবস্থা রাখা হয়েছে শেখ হাসিনার জন্য। ২৪ ঘণ্টা সাদাপোশাকে তাঁর চারপাশে নিরাপত্তারক্ষীরা থাকেন। বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি এই পর্যায়ের নিরাপত্তা পাচ্ছেন। 

শেখ হাসিনা বাড়ির বাইরে চলাফেরা করেন কি না, জানতে চাইলে সূত্রটি জানায়, কোনো কিছুর প্রয়োজন হলে মূল নিরাপত্তার দায়িত্বে থাকা দলকে জানানো হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, ভারত শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে গত আগস্টে ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ওই সময় ‘কিছু সময়ের জন্য’ ভারতে যাওয়ার অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা।

কয়েকটি সূত্র জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে বিমানবাহিনীর উড়োজাহাজে দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্ডন বিমানঘাঁটিতে নামেন। সেদিন তাঁর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বিমানঘাঁটিতে দেখা করেন। এরপর দুদিনের মধ্যে তিনি বিমানঘাঁটিটি ছেড়ে যান।

সূত্র জানায়, ওই বিমানঘাঁটিতে তিনি লম্বা সময় থাকতে পারতেন না। কারণ, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা ছিল না। তাই কয়েক দিনের মধ্যে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং দিল্লির নিরাপদ ও সুরক্ষিত লুটেনস এলাকায় তাঁর জন্য একটি বাড়ির ব্যবস্থা করা হয়।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন