Logo
Logo
×

সংবাদ

সচিবালয়ে বিশৃঙ্খলা; ২৬ ছাত্র কারাগারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম

সচিবালয়ে বিশৃঙ্খলা; ২৬ ছাত্র কারাগারে

সচিবালয়ের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া, পুলিশকে হত্যার চেষ্টা করা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

এর আগে বিকেলে প্রত্যেককে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. একরামুল হক এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে ছাত্রদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন এসআই রায়হান উদ্দিন। এর আগে ৫৩ জনের ২৭ জনকে শাহবাগ থানা থেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে ২৬ জনকে আদালতে পাঠানো হয়।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা সবাই গত এইচএসসির ফলাফলে ফেল করা ছাত্র। তারা হলেন বাগেরহাট জেলার মোড়ল হাটের বড়বাদুর গ্রামের জহিরুল ইসলাম, ফরিদপুর জেলার সালথা থানার পাতা গ্রামের ফয়সাল হাসান, বরগুনা জেলার বামনা থানার রায়হান হোসেন, ময়মনসিংহ জেলার ত্রিশালের কাজী গ্রামের রুবেল আহমেদ, পিরোজপুরের ইন্দুরকানি থানার কালাইয়া গ্রামের রিয়াদ মাহমুদ, রংপুরের মিঠাপুকুর থানার জগদা নন্দপুর গ্রামের মেজবাউল রহমান, ময়মনসিংহের গফরগাঁও এর চরমছলন্দ গ্রামের মেহেদী হাসান, লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মোহাম্মদ সোহান, লক্ষ্মীপুরের রায়পুর থানার চরবংশী গ্রামের ইমরান হোসেন আরমান, ময়মনসিংহ পৌরসভার পিয়ন পাড়ার মেহেদী হাসান অন্তর, ভোলার শশীভূষণ থানার উত্তর চর-মঙ্গল গ্রামের সাগর, সাতক্ষীরার তালা থানার জালালপুর গ্রামের রোহান, ময়মনসিংহ সদরের বাগমারা গ্রামের শাহরিয়ার হোসেন সোয়াদ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বড্ডা পাড়া গ্রামের আহাদ মোল্লা, ময়মনসিংহ সদরের আলিয়া মাদ্রাসা রোডের মো. সোহান, ময়মনসিংহ কোতোয়ালি থানার শেষ মোড়ের মাসনুন, চাঁদপুরের দক্ষিণ মতলবের মোহাম্মদপুর গ্রামের মো. নাঈম, খুলনার কয়রা থানার মদিনাবাদ গ্রামের ইমাম হাসান, কুমিল্লার মুরাদনগর থানার দড়িকান্দি গ্রামের শাকিল, রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবতী কৃষ্ণপুর গ্রামের মো. সেলিম, চট্টগ্রামের কর্ণফুলী থানার কালাপুকুরের বাড়ির সাকলাইন মুশতাক, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাষাড়া গ্রামের হানজালাল, ঢাকার ধামরায়ের সেতাই গ্রামের মশিউর রহমান, কিশোরগঞ্জের নিউ টাউনের মো. প্রান্তিক, ঢাকার বাংলাবাজারের তাছিম রহমান ও কুমিল্লা দাউদকান্দির বারাগাঁও গ্রামের রবিন মিয়া।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন