Logo
Logo
×

সংবাদ

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে দুদকে তলব

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১১:০৭ এএম

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে দুদকে তলব

ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারিতে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে তলব করা হয়েছে।

এক চিঠির মাধ্যমে নাফিজ সরাফাতকে বৃহস্পতিবার সকাল ১০টায় কমিশনে হাজির হতে বলেছেন তদন্ত কমিটির প্রধান দুদকের উপপরিচালক মাসুদুর রহমান।

এর আগে উপপরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুদক। কমিটির অন্য দুই সদস্য হলেন উপপরিচালক মোস্তাফিজুর রহমান ও উপসহকারী পরিচালক রাকিব উদ্দিন মিনহাজ।

১৬ অক্টোবর রাজধানীর গুলশান ও খিলক্ষেত এলাকার নাফিজ সরাফাতের তিনটি ঠিকানায় পাঠানো চিঠিতে তাকে দুদকে হাজির হতে বলা হয়।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত নাফিজের আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা দেন। ১৫ আগস্ট দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।

নাফিজ ছয় বছরেরও বেশি সময় পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন।

এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের স্থলাভিষিক্ত হয়ে পদ্মা ব্যাংকে (সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেড) যোগদান করেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন