বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলাম।
৪ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহকে। এছাড়া সদস্যসচিব হিসেবে আছেন আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।
সারজিস আলম বলেন, ভুয়া সমন্বয়কের নামে অপকর্ম রোধ করতে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। আমাদের মধ্য থেকেও যারা এ ধরনের অপকর্ম করে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই কমিটি পুনর্গঠন প্রয়োজন। অনেক কাজ রয়েছে, যা বাস্তবায়নে সারা দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দিতে হবে।