Logo
Logo
×

সংবাদ

৭ কলেজের শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

৭ কলেজের শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন

সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাস্তা বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। দাবি আদায় না হলে আগামী ২৩ অক্টোবর থেকে ফের আন্দোলনে যাওয়ার হঁশিয়ারি দিয়েছেন তারা।  

আজ সোমবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আফজাল হোসেন রাকিব রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ ঘোষণা দেন। এরপর সায়েন্সল্যাবের দুই পাশের সড়কে যানচলাচল শুরু হয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক–শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধুমাত্র একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটের কোনো পরিবেশ তৈরি না হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন