পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প জনবল নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পিএম
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প জনবল নিয়োগ করা হবে। পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারও কোনো নাশকতা সহ্য করা হবে না। আজ রবিবার (২০ অক্টোবর) রাজধানীতে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি তুলেছে, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। হুট করে কোনও ঘোষণা দেওয়া যায় না। তাই যারাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে তাদেরও সতর্ক হওয়ার বার্তা দেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারও কোনোরকম নাশকতা সরকার সহ্য করবে না। দাবি দাওয়ার নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা বেআইনি। এই সরকার দুর্বল সরকার নয়। বরং জনগণের বিপুল সমর্থন নিয়েই এসেছে।