কোটাবিরোধী আন্দোলনের আগে থেকেই আমি কোটার বিরুদ্ধে ছিলাম: জেড আই খান পান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম
জেড আই খান পান্না
সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্না বলেছেন, ১৯ জুলাই না, আমি আগাগোড়াই কোটার বিরুদ্ধে ছিলাম। কোটাবিরোধী আন্দোলনের আগে থেকেই আমি কোটার বিরুদ্ধে ছিলাম। ১৯ জুলাই আমি আদালতেই সম্ভবত কাজ করছিলাম। শেষ পর্যন্ত আমি এই আন্দোলনের সঙ্গে কানেক্টেড ছিলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলার বিষয়ে
আজ রবিবার জানতে চাইলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি কীভাবে শেখ হাসিনার নির্দেশে চিনি না জানি না একজনকে হত্যার চেষ্টা করতে যাব?
জেড আই খান পান্না আরও বলেন, আমার বিরুদ্ধে মামলা দেওয়া মানে যারা জড়িত ছিল, সেই আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে। একটা মিথ্যা মামলা নিয়ে আমার বলার কিছু নেই। যারা মামলায় আমার নাম দিয়েছে, তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। শুধু আমার বিরুদ্ধে এই মামলা নয়, কোথাও যেন কোনো মিথ্যা মামলা না হয় এবং কাউকে যেন হয়রানি না করা হয় এটাই আমি চাই।
এদিকে জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
ব্লাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে একজনকে হত্যা করার অভিযোগে একটি মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ব্লাস্ট এর ট্রাস্টি বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেড আই খানকে ১৮০ জনের সাথে আসামি করার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে ব্লাস্ট ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাডভোকেট জেড আই খান বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং বলিষ্ঠ অবস্থান গ্রহণ করে এসেছেন। তিনি জুলাই ছাত্র-জনতার আন্দোলনে ভুক্তভোগী ছাত্র ও জনতার পক্ষে আদালতে নিরলসভাবে আইনি লড়াই লড়ে গেছেন। এছাড়াও অ্যাডভোকেট জেড আই খান জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে অ্যাডভোকেট মানযুর আল মাতিন এবং এড আইনুন নাহারের দায়ের করা রিট মামলায় তাদের পক্ষে একজন আইনজীবী ছিলেন এবং ওই সময় তৎকালীন রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী তাঁকে তাঁর এ ভূমিকার জন্য দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে আদালত কক্ষে হেনস্তা এবং অপমান করেন। আমাদের বিশ্বাস যে এ ধরনের হয়রানিমূলক মামলা মূলত জুলাই ছাত্র-জনতার আন্দোলনের প্রকৃত ভুক্তভোগী ব্যক্তিদের ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায়, ব্লাস্ট এ হত্যা মামলায় শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে ভিত্তিহীনভাবে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং ব্লাস্ট এর ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট জেড আই খানের নাম অতিসত্বর প্রত্যাহারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো আবেদন জানাচ্ছে। একই সাথে, জুলাইয়ের গণহত্যার বিচারের জন্য জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের উদ্যোগ গ্রহণ, আহত ও নিহত ব্যক্তিদের জন্য জরুরি আইনি সহায়তার ব্যবস্থা করা এবং পাশাপাশি যেকোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের আবেদন জানাচ্ছে।