Logo
Logo
×

সংবাদ

ঢাকা শিক্ষা বোর্ডের ফটক ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম

ঢাকা শিক্ষা বোর্ডের ফটক ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ

একদল শিক্ষার্থী সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল বৈষম্যমূলক হয়েছে বলে দাবি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ভবনের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা করেছে। এ সময় তাদের সঙ্গে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, রাজধানীর বিভিন্ন কলেজ থেকে এসব শিক্ষার্থী ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। দুপুর ১২টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত ও সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষাবোর্ডের সামনে যায়। সেখানে তারা ভেতরে প্রবেশ করতে চাইল মূল ফটকে তালা দেয় কর্মচারীরা। ফটকের সামনে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে এবং দ্রুত বিষয়টি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানায়। পরে কেউ কোনো সারা না দিলে শিক্ষার্থীরা তালা ভেঙে বোর্ডের চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথাবার্তা একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয়।

পরীক্ষার্থীদের দাবি, ঢাকা শিক্ষা বোর্ডে ৭টি পরীক্ষা হয়েছে। কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে মাত্র দুটি পরীক্ষা হয়েছে। এছাড়া, পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। ফলে বৈষম্যের শিকার হয়েছেন তারা।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, একদল শিক্ষার্থী পরীক্ষা ফল বাতিলের দাবিতে আন্দোলন করছে জেনেছি। তাদের সঙ্গে কথা বলছি, আশা করি একটা সমাধান হবে।

আর পুলিশ পরিদর্শক রেজাউল বলেন, শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই। ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিষয়টি উনি সমাধান করবেন বলে আমাদের জানিয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন