Logo
Logo
×

সংবাদ

৬২ জন ছাত্রলীগের, ৪০তম বিসিএসের এএসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০২:২৭ পিএম

৬২ জন ছাত্রলীগের, ৪০তম বিসিএসের এএসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। 

রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় একাডেমিক প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কুচকাওয়াজে যোগ দিতে একদিন আগেই রাজশাহীতে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ঠিক কি কারণে এ অনুষ্ঠান হঠাৎ রাতে স্থগিত করা হয় তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন। 

এর আগে শনিবার (১৯ অক্টোবর) বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেওয়া এসব কর্মকর্তাদের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, গত ১৫ বছরে মেধার বাইরে রাজনৈতিক বিবেচনায় বিসিএস পুলিশে যারা নিয়োগ পেয়েছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। 

সূত্র জানায়, এবারে ৪০ তম বিসিএস পুলিশে যারা নিয়োগ পেয়ে তাদের প্রশিক্ষণ সমাপনীতে অংশ নিচ্ছেন তাদের মধ্যে ৬২ জন রয়েছেন যারা আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের নেতা ও কর্মী বিবেচনায় এ চাকরিতে স্থান পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনদের কেউ কথা বলতে রাজি হননি।  

এ বিষয়ে রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন