Logo
Logo
×

সংবাদ

বাসা থেকে গায়ক মনি কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৩৬ এএম

বাসা থেকে গায়ক মনি কিশোরের মরদেহ উদ্ধার

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক মনি কিশোর। আজ (রবিবার ২০ অক্টোবর) ১০টার দিকে রাজধানীর রামপুরার বাসা থেকে পুলিশ তার  লাশ উদ্ধার করেছে।

বাটিভি ভবনের পেছনে একটি বাসায় তিনি একাই বসবাস করতেন। রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ এসব তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর অনেক বছর ধরে মনি কিশোর বাসায় একাই বসবাস করতেন। তার একমাত্র সন্তান মেয়ে আমেরিকা প্রবাসী।

মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, বাড়িওয়ালার কাছে খবর পেয়ে পুলিশ যায়। বাড়িওয়ালা বলছেন, ভাড়ার জন্য দরজায় গিয়ে নক করেন তিনি। অনেকক্ষণ নক করেও কোনো সাড়াশব্দ পাননি। এরই মধ্যে গন্ধ পান। তখন তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে বিছানায় তার লাশ পড়ে থাকতে দেখে।

ওসি বলেন, শুনেছি কয়েক দিন ধরে তিনি বাইরে যাননি। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে তিনি মারা গেছেন। শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে অসুস্থ্যতাজনিত কারণে তিনি মারা গেছেন। বাসায় সিটি স্ক্যান, এমআরআই রিপোর্টসহ কিছু তথ্য পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন