বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, তারা রিজার্ভ তহবিলে হাত না দিয়েই ১.৮ বিলিয়ন (১৮০০ কোটি) ডলার দেনা পরিশোধ করেছেন।
ফলে তেল-গ্যাস-সারসহ দরকারি পণ্য আমদানিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে।
গতকাল শনিবার (১৯ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, প্রায় আড়াই বিলিয়ন (২৫০০ কোটি) ডলার অনাদায়ী ও অনিষ্পন্ন দায় ছিল সরকারের। সেটা ইতোমধ্যে কমিয়ে ৭০ কোটি ডলারে এনেছে সরকার।
তিনি বলেন, সারের জন্য প্রচুর দেনা পরিশোধ করা হয়েছে। বিদ্যুতের জন্য আদানি ও শেভরনকে দেনা পরিশোধ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে দেনা শূন্যের কোটায় নেমে আসবে। তখন বাজারে তারল্য বাড়তে শুরু করবে।
গভর্নর বলেন, আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে সব দেনা মিটে যাবে এবং আরও ইতিবাচক ধারায় ফিরবে দেশের অর্থনীতি।
আর যদি আইএমএফ থেকে ২-৩ বিলিয়ন এবং বিশ্বব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার পাওয়া যায় তাহলে অর্থনীতি কিছুটা গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাংক বলছে, আমাদের প্রবৃদ্ধি হয়ত ৪ শতাংশে নেমে আসবে। হতে পারে। সেটা এক বছরের জন্য। তারপরই আবার বাড়তে শুরু করবে বলে আশা করেন গভর্নর।