চব্বিশের গণ-অভ্যুত্থান
ঢাকায় আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পিএম
চব্বিশের গণ-অভ্যুত্থানে রাজধানীর গুলিস্থানসহ বিভিন্ন জায়গায় স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে পথশিশুরাও রাজপথে নেমে এসেছিল। তারাও অংশ নিয়েছিল ফ্যাসিবাদবিরোধী গণ-আন্দোলনে। ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়েছিল এবং যুদ্ধ করেছে।
হাসিনা সরকারের পুলিশের গুলিতে এসব পথশিশুদের অনেকেই আহত হয়েছে। সুমন, ইব্রাহিম, হৃদয় ও বৃষ্টিসহ এমন আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ শনিবার বিকেলে (১৯ অক্টোবর) তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর গুলিস্তানে বেশকয়েকজন পথশিশুর সাথে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের ডা. তৌহিদুর রহমান আউয়াল, সেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মোহান, ছাত্রনেতা রুবেল প্রমুখ।