Logo
Logo
×

সংবাদ

ধাওয়া খেয়ে প্রেসক্লাবের সামনে থেকে পালালেন আওয়ামী লীগ সমর্থিত লেখকেরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৪ পিএম

ধাওয়া খেয়ে প্রেসক্লাবের সামনে থেকে পালালেন আওয়ামী লীগ সমর্থিত লেখকেরা

৭ মার্চ এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আওয়ামী লীগ সমর্থিত সংগঠন 'ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন' ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। তবে ধাওয়া খেয়ে প্রেসক্লাবের সামনে থেকে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সমর্থিত লেখকেরা। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ধাওয়া খেয়ে পালানোর সময় আওয়ামী লীগের এক কর্মীকে বলতে শোনা যায়, এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।

এ বিষয়ে জানতে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুতুব হিলালীর সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিচিত হুমায়ুন কবির নামের একজন ফোন ধরেন। তিনি দাবি কলেন, কুতুব হিলালীরা ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে দাঁড়ালে বিএনপি ও জামায়াতের ক্যাডাররা হামলা চালায়। এতে তাদের অনেকে আহত হন। যার মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন