Logo
Logo
×

সংবাদ

শাহবাগে সড়ক অবরোধ

রাস্তায় নামলেন আউটসোর্সিং কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পিএম

শাহবাগে সড়ক অবরোধ

সরকারের বিভিন্ন প্রকল্পের দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা স্থায়ী চাকরির দাবিতে রাস্তায় নেমেছেন।

আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তাারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। তারপর রাজধানীর ব্যস্ততম এই মোড়ে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তারা।

স্থানীয়রা জানান, ১০টার দিকে কয়েকশ লোক জড়ো হয়ে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। ফলে অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

অবরোধকারীরা সরকারি বিভিন্ন প্রকল্পে দৈনিক মজুরি ভিত্তিক কাজের বিরোধিতা করেন। তারা চাকরি স্থায়ী করে সরকারি সব সুযোগ-সুবিধা দাবি করেন। ছয় মাস ধরে মজুরি না পাওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।

তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অন্দোলন চলানোর হুমকিও দেন।

আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ী করার দাবি তুলেছেন তারা।

তাদের ব্যানারে লেখা রয়েছে ‘ড. ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’, ‘ব্রিটিশদের দাসত্ব ভেঙে দাও’ প্রভৃতি শ্লোগান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন