গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাসিনাকে ফেরানো প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। শুধু তাই নয় হাসিনাসহ ৪৬ আসামিকে গ্রেপ্তার করে ১৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজিরের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।
এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এইমাত্র এটা জানতে পেরেছি। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে এক মাস সময় আছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আমি এর বেশি কিছু বলতে চাই না।