Logo
Logo
×

সংবাদ

এস আলমের কালো টাকা সাদা করে দেওয়া ৩ যুগ্ম কমিশনার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পিএম

এস আলমের কালো টাকা সাদা করে দেওয়া ৩ যুগ্ম কমিশনার বরখাস্ত

এস আলম। ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের কালো টাকা অবৈধভাবে সাদা করে দেওয়ায় তিন যুগ্ম কমিশনার সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন- ঢাকা কর অঞ্চল-১৪ এর যুগ্ম কর কমিশনার এ কে এম শামসুজ্জামান, চট্টগ্রাম কর অঞ্চল-২ এর সহকারী কর কমিশনার আমিনুল ইসলাম এবং চট্টগ্রাম কর আপিল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার সাইফুল আলম।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, চট্টগ্রামের কর অঞ্চল-১ এর করদাতা এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটিকে সুবিধা দিতে একাট্রা ছিলেন আয়কর বিভাগের কর্মকর্তারা। তারা আইন উপেক্ষা করে সুবিধা দিয়েছেন এস আলমকে। অবৈধ সুবিধার বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে নড়েচড়ে বসে এনবিআর। এরই ধারাবাহিকতায় তদন্ত কমিটি গঠন করে এনবিআর। এই তদন্তে উঠে আসে কর কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়টি। তদন্ত প্রতিবেদনের আলোকেই তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন