গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারত জানাল, শেখ হাসিনার অবস্থান কোথায়
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। শুধু তাই নয় তাকে ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৫ আগস্ট প্রবল ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে দেশটিতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে, তিনি স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।