বাংলাদেশের জলসীমায় প্রবেশ, ধাওয়া দিয়ে ২ বিদেশি ফিশিং ট্রলার আটক
আটক দুই ট্রলার।
বঙ্গোপসাগরের গভীরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে করায় ধাওয়া দিয়ে বিদেশি পতাকাবাহী দুটি ফিশিং ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে নৌ-বাহিনী।
আজ বুধবার (১৬ অক্টোবর) আন্তবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ আখতার উদ্দিন নিয়মিত টহল দেওয়ার সময় বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে ওই ট্রলারগুলো শনাক্ত করা হয়। এ সময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন ধাওয়া দিয়ে ট্রলার দুটিকে বাংলাদেশের সমুদ্রসীমায় আটক করে।
এতে আরও বলা হয়, আটক ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই বিদেশি নাগরিক। পরে আটক ফিশিং ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয়। আটক ফিশিং ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।