সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দায়েরকৃত অভিযোগে তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করা হয়েছে।
আজ বুধবার (১৬ অক্টোবর) ফরিদপুর সদরের বাসিন্দা তানজীমুল ইসলাম লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর গোপালগঞ্জসহ বৃহত্তর ফুরদপুরের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করেছে তখন এ অঞ্চলে সেলিম চাঁদার হাট বসিয়েছেন। ফরিদপুরের বিএনপির বিতর্কিত নেতাদের প্রায় সবাই সেলিমের অনুসারী। এছাড়া তার বিরুদ্ধে মাদক কারবারি, চাঁদাবাজ, কিশোর গ্যাংদের আশ্রয় দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
দলীয় পদ বাণিজ্য, পোস্টিং বাণিজ্য ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ আনা হয় লিখিত ওই অভিযোগে। এছাড়া পুলিশের সাবেক অ্যাডিশনাল আইজি মনিরুল ইসলামের অবৈধ সম্পদ রক্ষার দায়িত্ব নেওয়ার অভিযোগসহ নানান অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় প্রধান উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগে।
তবে প্রধান উপদেষ্টা বরাবর করা এসব অভিযোগের ব্যাপারে বাংলা আউটলুক স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।