Logo
Logo
×

সংবাদ

ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ পিএম

ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে

ঈদুল আজহা ও ঈদুল ফিতরের ছুটি বাড়িয়ে পাঁচ দিন এবং পূজার ছুটি দুই দিন করার পরিকল্পনা করছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদে পাঠিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর অনুমোদন পেলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এতে দুই ঈদে ছুটি পাঁচ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজার ছুটির প্রস্তাব করা হয়েছে দুই দিন।

সাধারণত ঈদে তিন দিন ও পূজায় এক দিন ছুটি থাকে। তবে এবার পূজার ছুটি নির্বাহী আদেশে এক দিন বাড়ানো হয়েছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন