বেসিসকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পিএম
তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিসকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করে সংগঠনটিতে প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিস এখন দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে। সংগঠনটির দায়িত্বে রয়েছে পলাতক ফ্যাসিবাদের দোসর এবং তাদের প্রেতাত্মারা। তারা এই সংগঠনটিকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ব্যবহার না করে নিজেদের ভাগ্যন্নোয়নে ব্যবহার করেছে। আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের সহযোগী হয়ে এরা সীমাহীন লুটপাট চালিয়ে গেছে। এমনকি আগস্টে ছাত্র-জনতার হত্যার সময় এরা ৩ আগস্ট বেসিসে অনুষ্ঠান করে বিশ্বকে দেখাতে চেয়েছে বাংলাদেশে কোনো সমস্যা নেই।
মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে বেসিস সভাপিতে পদত্যাগের আহ্বান জানান। অন্যথায় তাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। তারা বলেন, ছাত্র-জনতার হত্যা নিয়ে বেসিস একটি বিবৃতি পর্যন্ত দেওয়ার সাহস করেনি। কিন্তু তাদের এক দোসরকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা সংগঠনের পয়সা খরচ করে প্রতিবাদ সমাবেশ আয়োজন করার দু:সাহস দেখিয়েছে। যা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা এবং জুলাই হত্যাকাণ্ডকে নীচু করে দেখার প্রয়াস। তারা বেসিসকে ব্যবহার করে দুর্বৃত্তপনায় অংশ নেয়া প্রত্যেককে গ্রেপ্তারের দাবি জানান।
ছাত্রদের পক্ষ থেকে মুস্তাক তাহমিদ বর্তমান সরকারের কাছে ৩টি দাবি পেশ করেন। তারা স্বৈরাচারের দোসরমুক্ত এবং দুর্নীতিমুক্ত BASIS গঠনে আইটি খাতকে শক্তিশালী করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। দ্বিতীয় দাবিতে বলেন, জুলাই গণ-অভুথানে ছাত্র হত্যা মামলার অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে অনতিলম্বে ব্যবস্থা নিতে হবে। এছাড়া BASIS এ একজন প্রশাসক নিয়োগের মাধ্যমে বেসিসের সকল সদস্যদের উপস্থিতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানানো হয়।